এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একব্যক্তির কচুরিপানা ‘খাওয়ার’ ভিডিও।
এ নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।
আবার কেউ কেউ বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন দিতেই এই ভিডিও তৈরি করা হয়েছে। এটি সিরিয়াসলি দেখার সুযোগ নেই।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাস্যরস করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা, কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’
এরপরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে ওই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী কচুরিপানা খেতে নয়, এটি নিয়ে গবেষণা করতে কৃষি গবেষকদের আহ্বান জানান। আর একদিন পর এ নিয়ে সংসদে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এমএ