হ্যাঁ, বিষয়টি বাস্তব। স্বর্ণের মাস্ক পরছেন এক ভারতীয়।
আসল কথা হচ্ছে, শঙ্কর কুরাদে মহাশয় স্বর্ণের মাস্ক পরছেন শখে। ওই ব্যাপারটাই সবকিছুর মূল। স্বর্ণের গহনার ভীষণ ভক্ত তিনি। তাই সবসময় তার হাত আর গলায় শোভা পায় মূল্যবান স্বর্ণালঙ্কার।
করোনা ভাইরাস মহামারির কারণে যখন সাড়া ভারতে বেকারত্ব বাড়ছে। নাভিশ্বাস অর্থনীতির। মানুষ খেতে পাচ্ছে না ঠিকমতো। ঠিক সেই সময়ে এই স্বর্ণের মাস্ক সমালোচনায় ফেলে দিয়েছে শঙ্কর কুরাদেকে। নেটিজেনরা মেতেছেন বিভিন্ন ধরনের মন্তব্যে।
স্বর্ণের মাস্কের আইডিয়া অবশ্য তার নিজের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে রুপার মাস্ক পরে ছবি দিয়েছিলেন আরেকজন। এরপরই দেখাদেখি বানিয়ে নিলেন স্বর্ণের তৈরি মাস্ক।
শঙ্কর বলেন, ওই মাস্কটি দেখে কথা বলি স্বর্ণকারের সঙ্গে। এরপর আমাকে সাড়ে পাঁচ পাউন্ড ওজনের এই মাস্ক বানিয়ে দেন এক সপ্তাহ সময়ের মধ্যে। এছাড়া আমার পরিবারের সবাই স্বর্ণালঙ্কার পছন্দ করে। সবাই যদি এই মাস্ক চায়, আমি দিতে বাধ্য হব।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমএমআই/টিএ