ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

বিএসএমএমইউতে নেওয়া হবে খালেদাকে, নিরাপত্তা জোরদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
বিএসএমএমইউতে নেওয়া হবে খালেদাকে, নিরাপত্তা জোরদার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা কেন্দ্রীয় কারাগার চত্বর থেকে: চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ)  নেওয়া হবে।

শনিবার (৭ এপ্রিল) বিভিন্ন সূত্রে বিষয়টি জানা যায়। তবে কখন তাকে হাসপাতালে নেওয়া হবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি।

 বিএসএমএমইউতে নেওয়া হবে খালেদাকে, নিরাপত্তা জোরদার।  ছবি: সুমন শেখএদিকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।  

সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। বিএসএমএমইউতে নেওয়া হবে খালেদাকে, নিরাপত্তা জোরদার।  ছবি: সুমন শেখসব ধরনের যান চলাচল শিথিল করা হয়েছে। কারাগার এলাকায় জনসাধারণের চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।