ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

চিকিৎসার জন্য হাসপাতালের পথে খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
চিকিৎসার জন্য হাসপাতালের পথে খালেদা চিকিৎসার জন্য হাসপাতালের পথে খালেদা। ছবি: সুমন শেখ

ঢাকা: চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হচ্ছে।  

শনিবার ( ৭ এপ্রিল) বেলা সোয়া ১১টায় তিনি হাসপাতালের উদ্দেশে কারাগার থেকে রওনা হন।

এদিকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।  

জানা গেছে খালেদা জিয়াকে পিজি হাসপাতালের কেবিন ব্লক ৫১২তে রেখে চিকিৎসা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮

এএম/এএটি

পিজিতে নেওয়া হবে খালেদাকে, নিরাপত্তা জোরদার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।