রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এ স্বাস্থ্যপরীক্ষার পর শনিবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বেলা ১১টা ৩৪ মিনিটে বিএসএমএমইউতে নিয়ে আসা হয় বিএনপি প্রধানকে।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। তার মুখ থেকে সমস্যার কথা শুনে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেন তারা।
সূত্র আরও জানায়, কেবিন থেকে হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে নিয়ে স্বাস্থ্যের পরীক্ষা সম্পন্ন হয় খালেদা জিয়ার। এর বেশি কিছু জানা যায়নি।
এরপর দুপুর ১টা ৩৩ মিনিটে বিএসএমএমইউ থেকে গাড়িতে করে কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। বিএনপিপ্রধানের গাড়ির সামনে-পেছনে দেখা যায় পুলিশ-র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বহর।
দুর্নীতি মামলায় ফেব্রুয়ারি থেকে কারাবন্দি বিএনপিপ্রধান। তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে তার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।
বিএনপিপ্রধানের স্বাস্থ্যপরীক্ষার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ্-আল-হারুন বলেন, আপাতদৃষ্টিতে মনে হয়েছে খালেদা জিয়া ভালো আছেন। তিনি কেবিন থেকে হেঁটে এসেছেন রেডিওলজি ও ইমেজিং বিভাগে। এমনকি তিনি গাড়িতে উঠেছেনও হেঁটে গিয়ে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এজেডএস/এএম/এইচএ/
** স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
** বিএসএমএমইউতে ৪ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা
** বিএসএমএমইউতে খালেদা, প্রস্তুত ৫১২ নম্বর কেবিন
** চিকিৎসার জন্য হাসপাতালের পথে খালেদা
** পিজিতে নেওয়া হবে খালেদাকে, নিরাপত্তা জোরদার