ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

সংসদ অধিবেশন শুরুর প্রতিবাদে বিএনপির মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
সংসদ অধিবেশন শুরুর প্রতিবাদে বিএনপির মানববন্ধন সংসদ অধিবেশন শুরু প্রতিবাদে বিএনপির মানববন্ধন কর্মসূচি | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: একাদশ জাতীয় সংসদের পথচলা শুরু হচ্ছে বুধবার। সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি।

বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়েছে। মানববন্ধনে বিএনপির কয়েকশো নেতাকর্মী জড়ো হয়েছেন।

 

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংবাদিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।