ঐতিহাসিক মুজিবনগর দিবস বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনসকান্দিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ঐতিহাসিক এ দিনে সব অশুভ চক্রান্ত ও পাঁয়তারা নস্যাৎ করতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সুদৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী হতে হবে।
বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ১৪ দলীয় জোটের এ মুখপাত্র বলেন, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন। জনগণ আপনাদের নির্বাচিত করেছে, সংসদে আসুন, জনগণের কথা বলুন। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আব্দুল বারী তালুকদার, গোলাম রব্বানী, আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রনেতা আব্দুল আলীম প্রমুখ।
এর আগে মহিষামুড়া গোল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের মন্ত্রিসভার অন্যতম সদস্য শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
জিপি