ঢাকা: বিএনপির লিয়াঁজো কমিটির উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির নেতারা।
শনিবার (০৫ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নেতারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মূফতি মনির হোসাইন কাসেমী বৈঠকে উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
টিএ/এমজেএফ