ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে শাহবাগ অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
হরতালের সমর্থনে শাহবাগ অবরোধ শাহবাগে গাড়ি চলাচলে বাধা দিচ্ছেন হারতাল সমর্থনকারীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের পক্ষে রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

রোববার (৭ জুলাই) সকাল থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় হরতালের সমর্থনকারীরা। এর ফলে শাহবাগ মোড়ের আশে পাশে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ সড়কের মাঝখানে হরতালের সমর্থনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে সাইন্সল্যাব থেকে শাহবাগগামী সড়কসহ আশে-পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা দিতে দেখা গেছে।  

এদিকে, হরতালের কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। শাহবাগ মোড়ে অবস্থান করছেন হারতাল সমর্থনকারীরা।  ছবি: বাংলানিউজ  প্রগতিশীল ছাত্র জোটের নেতা ফাহিম শিহাব রেজওয়ান বলেন, অযৌক্তিকভাবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে, এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে। গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ ভালো নেই। দেশের জনগণ ভালো নেই। সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়েছে।

রোববারের ডাকা অর্ধদিবস হরতাল কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তাবায়নের জন্য নয়, গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষে এ হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।