ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিকেলে

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শনিবার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত থাকার কথা রয়েছে।

সবশেষ গত ১৭ আগস্ট (শনিবার) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সিদ্ধান্তের পাশাপাশি রাজপথে কর্মসূচির বিষয়ে একমত হন নেতারা।

বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, শনিবারের বৈঠকেও খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হবে। বিভাগীয় শহরগুলোতে ১ সেপ্টেম্বরের পর সমাবেশ করার চূড়ান্ত সিদ্ধান্তও এ বৈঠকে হতে পারে।  

এছাড়া রোহিঙ্গা ইস্যু, কাশ্মীর ইস্যু, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জনকে আত্মসমর্পণের আদেশ ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েও আলোচনা হবে। বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফিং করবেন বলেও জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।