ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে এরশাদের চেহলাম শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
না’গঞ্জে এরশাদের চেহলাম শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ফটো)

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের ময়মনসিংহ পট্টিতে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে দোয়া-মাহফিল ও আলোচনা সভায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের), পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।