ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের যৌথসভা ৭ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের যৌথসভা ৭ সেপ্টেম্বর

ঢাকা: আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা আহ্বান করা হয়েছে শনিবার (৭ সেপ্টেম্বর)। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

যৌথসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

এদিকে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এ যৌথসভায় রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানা যায়। এই আসনে গত দু’দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। এরা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে প্রথম দিন সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম।  

সোমবার (২ সেপ্টেম্বর) থেকে মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার শেষ দিন।  

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের এ তারিখ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।