ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মধুর ক্যান্টিনে শোভনের সামনে দুই সহ-সভাপতির মারামারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
মধুর ক্যান্টিনে শোভনের সামনে দুই সহ-সভাপতির মারামারি মধুর ক্যান্টিনে মারামারিতে আহত ছাত্রলীগ নেতা বিদ্যুৎ। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কথা কাটাকাটির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের উপস্থিতিতে মারামারি করেছেন ছাত্রলীগের দুই জন কেন্দ্রীয় সহ-সভাপতি। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মারমারির সঙ্গে জড়িত দুই ছাত্রলীগ নেতা হলেন- তৌহিদুল ইসলাম চৌধুরী জহির ও শাহরিয়ার কবির বিদ্যুৎ।

তারা দু’জনই ছাত্রলীগের সভাপতি শোভনের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন মধুর ক্যান্টিনে অনিয়মিত থাকার পর ক্যান্টিনে আসেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। পরে ছাত্রলীগ সভাপতি শোভনের পাশের চেয়ারে বসা নিয়ে দুই সহ-সভাপতির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হন। এতে আহত হয়ে ছাত্রলীগ নেতা বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেন।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় সহ-সভাপতি সত্যতা স্বীকার করেছেন। বাংলানিউজকে তারা বলেন, ওই দু’জনের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। সর্বশেষ চেয়ারে বসা নিয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটে।

যোগাযোগ করা হলে ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম জহির বাংলানিউজকে বলেন, আমি কাউকে আঘাত করিনি। শাহরিয়ার কবির বিদ্যুৎকে তার মোবাইল ফোনে কল দেওয়া হলে কলটি রিসিভ করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার। এ বিষয়ে তিনি বক্তব্য দিতে রাজি হননি।
মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভনের পাশে গোল চিহ্নিত সহ-সভাপতি তৌহিদুল ইসলাম জহির ও শাহরিয়ার কবির বিদ্যুৎ। এদিকে, যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি।

মারামারির ঘটনা ভিডিও করায় বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার নুর হোসেন ইমনকে  ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভনের গাড়িতে তুলে ভিডিওটি ডিলিট করানো হয়। এ বিষয়ে নিউজ না করার জন্য অনুরোধ করেন শোভন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।