ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ককটেল ও গুলিসহ যুবদল নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
লক্ষ্মীপুরে ককটেল ও গুলিসহ যুবদল নেতা আটক পুলিশ হেফাজতে আটক মাহফুজুর রহমান। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ককটেল ও গুলিসহ মাহফুজুর রহমান নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ককটেল ও ২৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পালেরহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  মাহফুজুর লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক  ও ওই ইউনিয়নের নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজুরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের রান্না ঘর থেকে ২০টি তাজা ককটেল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এসআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।