ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনী জেলা আ’লীগ কার্যালয়ের ভিত্তিফলক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ফেনী জেলা আ’লীগ কার্যালয়ের ভিত্তিফলক উন্মোচন ভিত্তিফলক উন্মোচন শেষে মোনাজাত করছেন আওয়ামী লীগ নেতারা, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী শহরের স্টেশন রোডে সাততলা বিশিষ্ট জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনের ভিত্তিফলক উন্মোচন করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ভিত্তিফলক উন্মোচন করেন তিনি।

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর একক প্রচেষ্টায় সাততলা বিশিষ্ট ভবনটি নির্মিত হচ্ছে।

এর ফলে দীর্ঘ ৭০ বছর পর স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছে ফেনী জেলা আওয়ামী লীগ।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ জেলার শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।