বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দশম কংগ্রেসের প্রস্তুতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আগামী ২-৫ নভেম্বর ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ সব সম্মেলনে পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক ও মতামত সংগঠিত হয়েছে। অক্টোবর মাস জুড়ে পার্টির ৫৭টি সাংগঠনিক জেলা ও তিনটি কেন্দ্রীয় শাখাসহ মোট ৬০টি সম্মেলন হয়েছে। এবার ৮০০ প্রতিনিধি কংগ্রেসের কাউন্সিলর হিসেবে অংশ নেবেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটির যে ছয়জন সদস্য কংগ্রেস বর্জনের আহ্বান জানিয়ে পত্রিকায় বিবৃতি দিয়েছেন। তাদের কংগ্রেস প্রতিনিধিত্ব স্থগিত করা হয়েছে। কংগ্রেস প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আগামী কেন্দ্রীয় কমিটি তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রস্তুতি কমিটির সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড কামরুল আহসান এবং কমরেড তপন দত্ত।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরকেআর/এফএম/আরআইএস/