ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম: গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেওয়া নূর হোসেনকে ‘ইয়াবাখোর-ফেনসিডিলখোর’ বলে মন্তব্য করায় প্রতিবাদে কুড়িগ্রামে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কুশপুতুল দাহ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়। কুড়িগ্রামে যুবলীগের উদ্যোগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ালীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কুশপুতুল দাহ করা হয়।

এসময় সেখানে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান টিটু, জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুজ্জামান রাকিবসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। বক্তারা গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেওয়া নূর হোসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।