ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শহীদ ডা. মিলন দিবসে আ’লীগের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
শহীদ ডা. মিলন দিবসে আ’লীগের কর্মসূচি

ঢাকা: শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে বুধবার (২৭ নভেম্বর) কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

বুধবার সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে নির্মমভাবে প্রাণ হারান শহীদ ডা. শামসুল আলম খান মিলন।

তার রক্তদানের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।  

এরপর ১৯৯১ সাল থেকেই প্রতি বছরের ২৭ নভেম্বর পালিত হয়ে আসছে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস।

বরাবরের মতো এবারও দেশবাসীর সঙ্গে যথাযথ মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শহীদ ডা. মিলন দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের নেতা-কর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ