ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন শুক্রবার বিএনপির লোগো।

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন ডেকেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে পারেন দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। তবে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা কথা বলবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।