ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

২০ দলীয় জোটের বৈঠক বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
২০ দলীয় জোটের বৈঠক বিকেলে

ঢাকা: ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান শুক্রবার সকালে বাংলানিউজকে বলেন, দেশের সমসমায়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। আজকের বৈঠক বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জোটের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের নাগরিকপঞ্জি, ঢাকার দুই সিটির নির্বাচন, রাজাকারের তালিকায় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়েও আলোচনা হবে।  

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে বৈঠকে যোগ দিতে পারেন বলেও একটি সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।