ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মন্টু আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মন্টু আর নেই

রাজবাড়ী: রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মঙ্গলবার (০৩ মার্চ) ভোর ৫টার দিকে জেলা শহরের বড়পুল এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আছর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুল হক মনি জানান, আহম্মেদ নিজাম মন্টুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।