ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ত্রাণ নিয়ে দলবাজি-অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
ত্রাণ নিয়ে দলবাজি-অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: মেনন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।

ঢাকা: করোনা ভাইরাস মহামারির এ সময়ে ত্রাণ নিয়ে কোনো রকম দলবাজি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তোপখানা রোডে গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায় দুস্থ গৃহশ্রমিকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করে রাশেদ খান মেনন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব দরিদ্র মানুষকে সরকারি খাদ্য সহায়তা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের আহ্বান জানান।

মেনন নগরদরিদ্রসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষদের তালিকা প্রণয়ন করে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করেন। একইসঙ্গে গৃহশ্রমিকদের সহায়তা দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। ত্রাণ নিয়ে যেকোনো রকম দলবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারি নীতি কঠোরভাবে পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, উপদেষ্টা আবুল হোসাইন, জাকির হোসেন, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।