ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

গুলিতে চোখ হারানো নেত্রীর খোঁজ নিলেন ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
গুলিতে চোখ হারানো নেত্রীর খোঁজ নিলেন ফখরুল

সিরাজগঞ্জ: ত্রিমুখী সংঘর্ষে গুলিতে দু’চোখ হারানো সিরাজগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মেরিনা মেরির খোঁজ-খবর নিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোবাইল ফোনে তিনি মেরির পারিবারিক ও শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় তাকে ধৈর্য্য ধরতে বলেন তিনি। 

মঙ্গলবার (২৩ জুন) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

মেরিনা মেরি বাংলানিউজকে বলেন, বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার আমাকে ফোন করেছেন।

তিনি আমাকে অনেক দোয়া করেছেন। স্যার আমার জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছিলেন। তার মতো একজন জাতীয় নেতা আমার মতো একজন তৃনমূলের নির্যাতিত কর্মীর খোঁজ নিয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি।  

২০১৮ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যার পর আওয়ামী লীগ-পুলিশ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষ হয়। সেসময় সংঘষে জেলা বিএনপি সভাপতি বেগম রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দু’চোখে গুলিবিদ্ধ হন মহিলা দল নেত্রী মেরিনা মেরি। এরপর থেকেই তার দু’চোখের আলো নিভে যায়।  

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।