এক শোকবার্তায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, ফেনীর আপামর জনতার নেতা ছিলেন অ্যাডভোকেট আকরামুজ্জামান। সুদীর্ঘ রাজনৈতিক জীবন ছিল বর্ষীয়ান এ নেতার।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (২৮ জুন) সকালে মারা যান অ্যাডভোকেট আকরামুজ্জমান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এদিন ভোর ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমওইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৯ জুন সন্ধ্যায় তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে করোনা পজেটিভ শনাক্ত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসএইচডি/আরবি/