ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় কৃষক লীগের শ্রদ্ধা-বৃক্ষরোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় কৃষক লীগের শ্রদ্ধা-বৃক্ষরোপণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।

শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নেতারা ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শরিফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আবদুর রহমান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মিলন মোল্লা, সাধারণ সম্পাদক মো. আসলাম সরদার, পৌর কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল মোল্লা উপস্থিত ছিলেন।

পরে নেতারা বৃক্ষরোপণ ও কৃষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫, জুলাই ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।