শনিবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভ ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প পরিদর্শন করেন তারা।
খনিসূত্রে জানায়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সরকারি সফরে পঞ্চগড় হয়ে গত শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বড়পুকুয়িরা কয়লা খনিতে পৌঁছান।
বিশেষ এ টিমের অন্য দুই সদস্য হলেন, পেট্রোবাংলা লিমিটেডের প্লানিং ডিরেক্টর আইয়ুব খান চৌধুরী, ও অপারেশন অ্যান্ড মাইনিংয়ের ডিরেক্টর মো. কামরুজ্জামান।
বড়পুকুরিয়া-মধ্যপাড়া খনি পরিদর্শনকালে বিশেষ এ টিমের সঙ্গে ছিলেন- বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান খান, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামরুজ্জামান, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোটিয়াম'র (জিটিসি) উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, বিদেশি খনি বিশেষজ্ঞ আলেকজেন্ডার মাল্টসভসহ খনির অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, ০৮ মার্চ, ২০২০
এইচজে