ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডের ভেন্যুতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ওয়ানডের ভেন্যুতে টাইগাররা ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা/ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরদিনই ওয়াংঙ্গেরি ছেড়ে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে ক্রাইস্টচার্চে পৌঁছায় টাইগাররা। ওয়ানডের মধ্যদিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

ঢাকা: নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরদিনই ওয়াংঙ্গেরি ছেড়ে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে ক্রাইস্টচার্চে পৌঁছায় টাইগাররা।

ওয়ানডের মধ্যদিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

আগামী ২৬ ডিসেম্বর এই ক্রাইস্টচার্চেই টাইগারদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। তাই, প্রস্তুতি ম্যাচের উত্তর শহর ছেড়ে দক্ষিণে অবস্থান করছে মাশরাফি, মুশফিক, তামিম, সাকিব, সৌম্য, সাব্বিররা।

তিন ম্যাচ সিরিজের বাকী দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩১ ডিসেম্বর। তবে, পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে নেলসনে। প্রায় দুই বছরেরও বেশি সময় পর বিদেশের মাটিতে এটিই হতে যাচ্ছে টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। সবশেষ ২০১০ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল টিম বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে শুক্রবার অনুশীলন করেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে, টিম হোটেলে অবস্থানকালে দলের সদস্যদের মাঝে মিটিং সম্পন্ন হয়েছে।

ওয়ানডের পর আগামী ০৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে মাশরাফি বাহিনী। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ ০৬ এবং ০৮ জানুয়ারী। দুটি ম্যাচই হবে মাউন্ট মাউনগানুইয়ে।

আগামী ১২-১৬ জানুয়ারি দুই দলের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। আর ২০-২৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট হবে ক্রাইস্টচার্চে। ফলে, ক্রাইস্টচার্চ থেকে টাইগারদের মিশন শুরু এবং শেষ।

বাংলাদেশ সময় অনুযায়ী সবগুলো ওয়ানডে ও টেস্ট ম্যাচ ভোর ৪টায় শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টায়। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে সকাল ৮টায়।

নিউজিল্যান্ডে আসার আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প চলাকালীন দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে জিতেছিল টাইগাররা। তবে, পরের ম্যাচে হেরে যায় ম্যাশ বাহিনী। নিউজিল্যান্ডে এসে স্বাগতিক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। তাই টানা দুই ম্যাচ হারের পর ওয়ানডেতে মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। আটটিই জিতে নেয় কিউইরা। বাকি তিন ম্যাচ ড্র। ওয়ানডেতে ২৫ বারের মুখোমুখি লড়াইয়ে আট ম্যাচে জয় (১৭টিতে হার) নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে চার ম্যাচেই শেষ হাসি হাসে ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।