আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। চ্যাম্পিয়নের খেতাব জেতার পাশাপাশি হয়েছিলেন আসরের সেরা গোলকিপার।
কাতারে আর্জেন্টিনার পোস্টের নিচে এমিলিয়ানোর পারদর্শিতা ছিল কিংবদন্তিতুল্য। তবে সময় বদলেছে। সেই ধার বয়সের কারণে কিছুটা হলেও কমে এসেছে। কিন্তু এমিলিয়ানো নিজে আত্মবিশ্বাস ধরে রেখেছেন। নিজেকে আরও ভালো গোলকিপার হিসেবে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি।
আর্জেন্টিনার 'বি-প্লে'কে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে এমিলিয়ানো নিজের অবসর ভাবনা নিয়েও মুখ খুলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা যদি টানা দুই বিশ্বকাপ জিততে পারি, তাহলেই আমি জাতীয় দল থেকে অবসর নিয়ে নেবো। আমাদের অবশ্যই তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। '
টানা দুইবার বিশ্বকাপ জেতার আশা এমিলিয়ানো নিজেও করেন না। তবে জিতলে কেমন লাগবে, সেই অনুভূতিও প্রকাশ করেছেন এমিলিয়ানো, 'এটা এমন ব্যাপার, যা আরও একবার ঘটবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। জন্মের পর আমি এই একবারই দেখেছি। ৭ বছরের বাচ্চাও জানে তারা কী দেখেছে। আমরা (আরও একবার বিশ্বকাপ জিতলে) খুশি হবো এবং উদযাপন করবো, কিন্তু আগেরটার মতো কিছুতেই হবে না। '
এমিলিয়ানো সেই সাক্ষাৎকারে ২০২২ বিশ্বকাপ ফাইনালের আগে কী করেছিলেন, সেটিও খোলাসা করেছেন। মজার ছলে তিনি বলেন, 'ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে আমি বন্ধুদের সঙ্গে কল অব ডিউটি (ভিডিও গেম) খেলেছি। পরে টেকনিক্যাল আলচনার আগে একটা স্ন্যাক খেয়েছিলাম। '
গত বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তালের ম্যাচে এমিলিয়ানোকে প্রায় কিছুই করতে হয়নি। একটা গোল হজম করলেও ব্রাজিল আসলে সেভাবে তাকে পরীক্ষার মুখেই ফেলতে পারেনি। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামা আর্জেন্টিনার এমন দাপুটে জয় ব্রাজিলের ফুটবলে ঝড় বইয়ে দিয়েছে। বরখাস্ত হয়েছেন দলটির প্রধান কোচ দরিভাল জুনিয়র।
অন্যদিকে আর্জেন্টিনা শিবিরে শান্তির সুবাতাস বইছে। ব্রাজিলের বিপক্ষে পাওয়া সেই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে টেবিলের শীর্ষে স্কালোনির শিষ্যরা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে আছে তার চিরপ্রতিদ্বন্দ্বী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই অঞ্চল থেকে এরইমধ্যে বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গেছে আর্জেন্টিনা। আর ব্রাজিলকে পাড়ি দিতে হবে কঠিন পথ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমএইচএম