মাদ্রিদ মাস্টার্সে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন নোভাক জোকোভিচ। ইতালির তরুণ তারকা মাত্তেও আর্নালদির কাছে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হেরে বিদায় নেন এই সার্বিয়ান কিংবদন্তি।
৩৭ বছর বয়সী জোকোভিচ, যিনি এর আগে তিনবার (২০১১, ২০১৬, ২০১৯) মাদ্রিদ মাস্টার্সের শিরোপা জিতেছেন, এবার বিশ্ব র্যাংকিংয়ের ৪৪ নম্বরে থাকা আর্নালদির বিপক্ষে প্রায় ঘণ্টা দেড়েকের লড়াইয়ে পরাজিত হন।
এই পরাজয় তার টানা তৃতীয় হার এবং চলতি মৌসুমে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয়বারের মতো বিদায়ের হতাশা। উল্লেখ্য, এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৮০ লাখ ৫৫ হাজার ৩৮৫ ইউরো।
ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়া জানান আর্নালদি। তিনি বলেন, “নোভাক আমার শৈশবের নায়ক। দশ বছর বয়সে ওর খেলা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আজ প্রথমবার তার বিপক্ষে কোর্টে নেমেই জয় পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতি। শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম, তবে ধীরে ধীরে নিজেকে সামলে নিই এবং সবকিছু দুর্দান্তভাবে শেষ হয়। ”
হারের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পঞ্চম বাছাই জোকোভিচ তার ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “আমি নিশ্চিত নই, ভবিষ্যতে আবার খেলোয়াড় হিসেবে মাদ্রিদে ফিরতে পারব কিনা। হয়তো এটাই ছিল আমার শেষবারের মতো এখানে খেলা। ”
বর্তমান ফর্ম নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিয়ে তিনি যোগ করেন, “এখন আমি বড় লক্ষ্য নিয়ে খেলছি না। চেষ্টা করছি এক-দু’টি ম্যাচ জেতার, টুর্নামেন্ট জয়ের চিন্তা আপাতত নেই। তবে ইতিবাচক দিক হলো, এখানে খেলতে মোনাকো বা অন্য টুর্নামেন্টের তুলনায় অনেক বেশি উপভোগ করেছি। যদিও আমার টেনিসের মান এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি, যেখানে আমি থাকতে চাই। ”
দীর্ঘদিনের সাফল্যের পর এমন কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে জোকোভিচের কণ্ঠে ফুটে উঠল এক নতুন বাস্তবতার রূঢ় স্বীকারোক্তি — সময় যে কারও জন্য থেমে থাকে না।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এমএইচএম