তবে মুশফিককে সঙ্গে নিয়ে সেই ধাক্কা ভালো মতো সামাল দিচ্ছেন সাকিব আল হাসান। ১৬০ রানে ৪ উইকেটে হারানো বাংলাদেশ এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৭৫ ওভার শেষে মধ্যাহ্ন বিরতির আগে বেশ শক্ত অবস্থানে।
এ মুহূর্তে ১০৫ বলে ৬৬ রানে সাকিব এবং ১০৮ বলে ৫৩ রানে ক্রিজে আছেন মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে দুজনের পার্টনারশিপ ১০৯ রানের। তারা খেলেছেন ৩১ ওভার ৩ বল। এটা সাকিবের ২০তম টেস্ট অর্ধ শতক। আর মুশফিকের এটি ৫১ তম টেস্টে ৯৩ তম ইনিংসে ষোড়শ অর্ধ শতক।
দ্বিতীয় দিনের শুরুতেই বিপজ্জনক এক ডেলিভারিতে মুমিনুলকে ফেরান টিম সাউদি। ভেতরে ঢোকা বলে একটু বাড়তি বাউন্স বল খেলতে গিয়ে ওয়াটলিংয়ের গ্লাভসে ক্যাচ তুলে দেন মুমিনুল।
নিউজিল্যান্ডের এই মাঠে এই প্রথম কোনো টেস্টে ম্যাচের প্রথম ইনিংসে দুইশ’ পার করে তুলনামূলক বড় রানের দিকে এগুচ্ছে বাংলাদেশের সংগ্রহ। এর আগে এই মাঠে ১৪৩ রান করেছিল সফরকারীরা।
সাকিব ৯টি চারের মার এবং মুশফিক ৭টি চারের মার মেরেছেন।
বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএম/জেএম/