ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

টেনিস

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ফেদেরারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ফেদেরারের রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন রজার ফেদেরার। সুইস এই তারকা হারিয়েছেন অস্ট্রিয়ার জার্গেন মেলজারকে। ফলে, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেন ফেরেদার।

মেলবোর্নে সোমবার (১৬ জানুয়ারি) প্রথম রাউন্ডে রড লাভার অ্যারেনায় পুরুষ এককের ম্যাচে সুইজারল্যান্ডের ৩৫ বছর বয়সী ফেদেরারের মুখোমুখি হন অস্ট্রিয়ার ৩৫ বছর বয়সী জার্গেন মেলজার।

প্রথম সেটে দারুণ শুরু পান ফেদেরার।

পিছিয়ে থাকলেও ৭-৫ ব্যবধানে সেট জিতে নেন ফেদেরার। তবে, দ্বিতীয় সেটে ৬-৩ গেমে সমতায় ফেরেন মেলজার। তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ফেদেরার। সুইস এই তারকা মেলজারকে ৬-২ গেমে উড়িয়ে দেন।

ম্যাচ গড়ায় চতুর্থ সেটে। তাতে ৬-২ ব্যবধানে জয় তুলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ফেদেরার।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।