শীর্ষ আট বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামেন জোকোভিচ। ফ্রান্সের গিলেস সিমোনের বিপক্ষে প্রথম সেটটি অনায়াসেই ৬-৩ গেমে জিতে নেন।
ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। শেষ পর্যন্ত ৭-৫ গেমের ঘাম ঝরানো জয়ে একরাশ স্বস্তি নিয়েই কোর্ট ছাড়েন জোকোভিচ।
এই ইভেন্টে সবশেষ ২০১৫ আসরে শিরোপা জিতেছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে স্প্যানিশ পাবলো ক্যারেনো বুস্তা ও রাশিয়ান কারেন কাচানোভের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবেন ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
এমআরএম