পেনাল্টি শট নিয়ে গত সপ্তাহে এডিনস কাভানি ও নেইমারের মধ্যকার দ্বন্দ্বের কথা সবারই জানা। কাভানি সব ঠিক আছে বলে জানান।
আগের খবরের পর এবার নতুন খবর, মাঠে স্পট কিক নিয়ে তাদের মধ্যে যেন আর ঝামেলা না হয় সেজন্য চেষ্টা চালাচ্ছে পিএসজি। পেনাল্টি শটের দায়িত্ব নেইমারের ওপর ছেড়ে দিতে নাকি ১ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে কাভানিকে। তবে ক্লাব কর্তৃপক্ষের এমন প্রস্তাব গ্রহণ করেননি উরুগুইয়ান তারকা কাভানি।
নেইমার-কাভানি বিবাদ মেটাতে আলোচনায় বসেন পিএসজি কোচ উনাই এমেরি এবং মালিক নাসের আল খেলাইফি। পিএসজি মালিকের চাওয়া কাভানি নয়, পেনাল্টি নেবেন নেইমার! শুধু তাই নয়, এর জন্য এক মিলিয়ন ইউরো বোনাস দিতে চেয়েছিলেন পিএসজি মালিক।
এদিকে, কাভানির এমন প্রত্যাখানের পেছনে অবশ্য একটা কারণও রয়েছে বলে মনে করে ফরাসি গণমাধ্যম! কাভানির সঙ্গে পিএসজির চুক্তিটা এমন, কোনো মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করলে বোনাস হিসেবে এক মিলিয়ন ইউরো পাবেন উরুগুয়ের এই স্ট্রাইকার। সর্বোচ্চ গোলের মালিক হয়ে বিশাল অর্থপ্রাপ্তির সুযোগ নিতেই পেনাল্টি কিংবা ফ্রি-কিক হাতছাড়া করতে চাইছেন না লিগ ওয়ানে গত মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা কাভানি।
উল্লেখ্য, নেইমার রেকর্ড মূল্যে পিএসজিতে আসার আগে কাভানিই পেনাল্টি নেওয়ার দায়িত্ব পালন করতেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি