ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাইডার্সের নতুন খেলোয়াড়ের খোঁজে মাশরাফি রংপুরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
রাইডার্সের নতুন খেলোয়াড়ের খোঁজে মাশরাফি রংপুরে রংপুরে মাশরাফি। ছবি: বাংলানিউজ

রংপুর: বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর অন্যতম দল রংপুর রাইডার্স এর জন্য দোয়া চেয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর স্টেডিয়ামে প্রতিবন্ধী ক্রিকেটারদের এক প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে রংপুরবাসীর কাছে দলের জন্য দোয়া চান মাশরাফি।

এ সময় মাশরাফি বলেন, ঢাকা থেকে দোয়া চাইতে কষ্ট করে রংপুরে এসেছি। আমরা রংপুর থেকে কিছু প্লেয়ারকে নির্বাচিত করতে এসেছি, যাদেরকে এলিট দলে খেলোনো হবে।

দোয়া করবেন, আমরা যেন রংপুরের মানুষদের সম্মানিত করতে পারি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, দলের অন্যতম খেলোয়াড় শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এর আগে সকাল ১১ টা ৩৭ মিনিটে একটি হেলিকপ্টার যোগে রংপুর স্টেডিয়ামে অবতরণ করেন মাশরাফি। এসময় হাত নেড়ে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার ভক্তের অভিনন্দনের জবাব দেন তিনি।

পরে প্রতিবন্ধী ক্রিকেটারদের ম্যাচ উদ্বোধন করেন মাফরাফি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।