ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে’

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
‘প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে’ রংপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মাশরাফি

রংপুর: প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি টোয়েন্টি টিম এবং বিপিএল’এ রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, প্রতিবন্ধীদের সহযোগিতা করতে হবে। তারা যেন নিজেদের পরিবার নিয়ে ভালোভাবে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এটা হয়তো একদিনে সম্ভব না কিন্তু আস্তে আস্তে সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রংপুর স্টেডিয়ামে প্রতিবন্ধী ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।  

ঢাকা থেকে দুপুর বারোটায় দুইটি হেলিকপ্টারযোগে রংপুর রাইডার্সের কর্ণধার ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, মাশরাফি বিন মর্তুজা, জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, মিঠুন ও তাদের সফরসঙ্গীরা রংপুর স্টেডিয়ামে পৌঁছান।

 

এরপর আয়োজক প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চিকিৎসা, পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতাকারী সংগঠন আরদ্রিদ এবং রংপুর রাইডার্স এর সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।  

এরপর দুপুর একটার দিকে রংপুর স্টেডিয়ামের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেন, রংপুর রাইডার্স প্রতিবন্ধীদের ক্রিকেটে উৎসাহিত করছে। সেই সাথে নতুন নতুন ক্রিকেটার খুঁজে বের করতে ক্রিকেটার বাছাইকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলে রংপুর থেকে ভালোমানের ক্রিকেটার জাতীয় দলে চলে আসবে।

জাতীয় দলের বর্তমান পারফরমেন্স প্রসঙ্গে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, আমাদের ছেলেরা ভালো খেলতে জানে। ইয়ংরা দলের জন্য বরাবরই খুব ভাল পারফরমেন্স উপহার দিচ্ছে।  

দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে উপমহাদেশের দলগুলোকে স্ট্রাগল করতে হয়।

সেখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াতে কিছুটা সমস্যা হয়ে যায়। সাউথ আফ্রিকা সিরিজ অনেক গুরুত্বপূর্ণ, আমরা সেখানে অনেক ভাল করবো ইনশাল্লাহ।

বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে অধিনায়কত্বের দায়িত্বপ্রাপ্ত এই দেশসেরা ক্রিকেটার বলেন, রংপুর রাইডার্সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলবে। ইনশাআল্লাহ আমরা রংপুরবাসীকে খুব ভাল কিছু উপহার দেব।

এ সময় রংপুর রাইডার্স এর কর্ণধার ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক, আরদ্রিদ এর চেয়ারম্যান জাবেদ আলী, বিএনসিসি’র রংপুর ডিভিশনাল প্রধান মেজর মো. হারুন উর রশীদ, রংপুর জেলা ক্রিকেট সংস্থার সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।