ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানে সাকিব, কলাবাগানে তামিম, শাইনপুকুরে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
মোহামেডানে সাকিব, কলাবাগানে তামিম, শাইনপুকুরে মাশরাফি মাশরাফি, সাকিব ও তামিম / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আইকন ক্রিকেটাররা কে কোন দলের হয়ে খেলবেন তা চূড়ান্ত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে। মাশরাফি বিন মর্তুজাকে পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে নামবেন সাকিব আল হাসান। কলাবাগান ক্রীড়া চক্রতে তামিম ইকবাল। লিজেন্ডস অব রূপগঞ্জে মুশফিকুর রহিম।

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে লটালির মাধ্যমে আইকনদের দল নিশ্চিত হয়। এক মৌসুম পর আবার দলবদল হচ্ছে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে।

আগামী ৫ ফেব্রুয়ারি ঘরোয়া সীমিত ওভারের (ওয়ানডে) ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম আসরের পর্দা উঠবে। শিরোপা লড়াইয়ে নামবে ১২টি দল। বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স।

১২ আইকনদের মধ্যে নাসির হোসেন আবাহনীতে, প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন, গাজী গ্রুপ ক্রিকেটার্সে ইমরাল কায়েস, প্রাইম দোলেশ্বরে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস, খেলাঘরে এনামুল হক বিজয়, আবাহনীতে মেহেদী হাসান মিরাজ।

ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা পাওয়ায় খেলতে পারছেন না সাব্বির রহমান। জাতীয় লিগে দর্শক পেটানোর অপরাধে কঠিন শাস্তির আওতায় পড়েন বাংলাদেশ দলের এই মারকুটে ব্যাটসম্যান। জরিমানার পাশাপাশি বাদ দেওয়া হয় জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

চলমান ত্রিদেশীয় সিরিজে দল থেকে বাদ পড়া তাসকিন আহমেদকে নিয়েছে মিরাজের আবাহনী। আরেক পেস তারকা রুবেল হোসেন প্রাইম ব্যাংকের ডেরায়। আবু জায়েদ রাহি ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।

প্লেয়ার্স ড্রাফটের জন্য মোট ২২৭ জন ক্রিকেটারের নাম প্রকাশ করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। ড্রাফটের আগেই ক্লাবগুলো আইকন বাদে ৫ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। ১০টি ক্লাব আগের দল থেকে ৫ জন ধরে রাখে। প্রথম বিভাগ থেকে উঠে আসা শাইনপুকুর ও অগ্রণী ব্যাংক নতুন করে ৫ জন নিয়েছে। যাদের ড্রাফটের তালিকায় রাখা হয়নি।

প্লেয়ার্স বাই চয়েজের কারণে শীর্ষ ক্রিকেটারদের পারিশ্রমিক কমে গেছে এবার। আইকন গ্রেডের প্রথম ভাগে পাঁচ ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর পারিশ্রমিক ধরা হয়েছে ৩৫ লাখ টাকা করে। বাকি সাতজন ২৫ লাখ। এর আগে ২০১৬ আসরে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি ছিল। আইকনরা সেবার পেয়েছিলেন ৩০ লাখ। সেই হিসেবে এবার পারিশ্রমিক বেড়েছে। আইকন গ্রেডে ক্রিকেটারের সংখ্যাও বাড়িয়ে করা হয়েছে ১২ জন।

ড্রাফটের আগে ১২ দলের পাঁচ ক্রিকেটার:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান ও আবু হায়দার রনি।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড: তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার ও শুভাশীষ রায়।

আবাহনী লিমিটেড: মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার ও ইলিয়াস সানি।

কলাবাগান ক্রীড়াচক্র: মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক রুবেল, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান রাজু।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র ও নাহিদুল ইসলাম।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি ও মোহাম্মদ শরীফউল্লাহ।

লিজেন্ডস অব রূপগঞ্জ: মোশাররাফ হোসেন রুবেল, নাঈম ইসলাম, মোহাম্মদ শরীফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম হিমেল।

ব্রাদার্স ইউনিয়ন: অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদুজ্জামান।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: নাফিস ইকবাল, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, তানভীর ইসলাম, রাফসান আল মাহমুদ।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম ও তৌহিদ হৃদয়।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম ও আজমীর আহমেদ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।