ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

কেইনের গোলে চেলসির বিপক্ষে টটেনহ্যামের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
কেইনের গোলে চেলসির বিপক্ষে টটেনহ্যামের জয় ছবি: সংগৃহীত

হ্যারি কেইনের একমাত্র গোলে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে ১-০ গোলে হারালো টটেনহ্যাম হটস্পার। পেনাল্টি থেকে গোলটি করেন ইংল্যান্ড জাতীয় দলের এই স্ট্রাইকার।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামের কাছে হারলো চেলসি। এর আগে গত নভেম্বরে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে হার মানে মাওরিসিও সারির শিষ্যরা।

মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে আতিথিয়েতা জানায় টটেনহ্যাম। পরে ম্যাচের ২৬ মিনিটে সফল স্পট কিক থেকে জয় নিশ্চিত করা গোলটি করেন কেইন। চেলসির ডি-বক্সে কেইনকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।

আগামী ২৪ জানুয়ারি চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।