চলতি বিপিএলে এখন পর্যন্ত গেইল পাঁচটি ম্যাচ খেলেছেন। এই পাঁচ ম্যাচে তার রান যথাক্রমে ১, ৮, ২৩, ৭, ০।
সোমবার (২১ জানুয়ারি) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে রংপুর। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার হাওয়েল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা আসলে একজনের পারফরম্যান্সের জন্য চিন্তিত নই। আমরা আসলে পুরো দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করছি। আমরা জানি ক্রিস (গেইল) বড় স্কোর থেকে এক ম্যাচ দূরে আছে এবং আশা করি সেটা পরের ম্যাচই হবে। ’
৭ ম্যাচ খেলে জয় মাত্র তিনটিতে। ৬ পয়েন্ট নিয়ে রংপুর আছে বিপিএল পয়েন্ট টেবিলের চারে। প্লে অফ খেলা নিয়েও খুব একটা ভাবছেন না দলটি। বিশ্বাস আছে পরের পর্বে খেলবে তার দল রংপুর, জানান হাওয়েল।
বলেন, ‘অবশ্যই, আমরা বিশ্বাস করি। আমরা প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো এবং আশা করছি তিন বা চারে থেকে পরের পর্বে উঠে যাব। কোনো কিছুই ভুল হচ্ছে না। আসলে আমরা শেষ মুহূর্তে হেরে যাচ্ছি, অনলাইনে থাকতে পারছি না। তবে ভুল নেই। সব কিছুই ঠিকভাবে এগোচ্ছে, আমরা আগামিকালের ম্যাচের জন্য প্রস্তুত। ’
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমকেএম/এমএইচএম