আইপিএলকেই বিশ্বকাপের ফেরার পথ ভাবছেন ওয়ার্নার ও স্মিথ। তবে এক বছর দলের বাইরে থাকায় তারা ফিরলে অস্ট্রেলিয়া জাতীয় দলে আসতে পারে বড় পরিবর্তন।
ফিঞ্চ বলেন, ‘যদি আমাকে ছয়ে ব্যাটিং করতে হয়, আমি খুবই স্বচ্ছন্দভাবে সেটা করতে রাজী আছি। যদি এটা টপঅর্ডারে তিন-চারেও হয় কোন সমস্যা নেই। ব্যক্তিগত পারফর্ম দিয়ে আমাদের এই দলকে বোঝা যাবে না। সব কিছুই আপনাকে দলের জন্য করতে হবে। ’
ফিঞ্চের মতে, দলের ভালো হবে এমন সব কিছুই করতে রাজি তিনি। বলেন, ‘যদি কেউ মনে করে, পাঁচে নামলে আমি সেঞ্চুরি পাবো না। আমি ভালো করার সুযোগ পাবো না। তবে সেরাটা দিতে পারবে না। আমি দল নিয়ে খুবই খুশি। মাঝে মাঝে ব্যাটিং করতে গেলে নিজের টেকনিক নিয়ে ধন্দে লেগে যায়। অতীতে আমি যেভাবে ভালো করেছি সেটা আবার খুঁজে বের করতে হবে। ’
২০১৫ বিশ্বকাপে ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে দারুণ পাফরম্যান্স করেন ফিঞ্চ। তবে নিকট অতীতে তেমন রান নেই তার ব্যাটে। সর্বশেষ ৮ ইনিংসে ২২.৮৭ গড়ে ১৮৩ রান করেছেন তিনি।
অপরদিকে উসমান খাজা আছেন দুর্দান্ত ফর্মে। তাই শুধু ব্যাটিং পজিশন নয়, দলেও জায়গা হারাতে পারেন ফিঞ্চ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমকেএম