ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাত্র ২০ মিনিটেই রদ্রিগোকে কিনল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ১১, ২০১৯
মাত্র ২০ মিনিটেই রদ্রিগোকে কিনল রিয়াল রদ্রিগো গোজ-ছবি: সংগৃহীত

১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সান্তিয়াগো বার্নাব্যু অধ্যায় এক বছরও হয়নি। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে আরেকজন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। তাও আবার ২০ মিনিটের নাটকে!

মাত্র ২০ মিনিটের মধ্যে রদ্রিগো গোজকে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তাও আবার যখন তিনি এক বিয়ের অনুষ্ঠানে ছিলেন।

শৈশব থেকে রদ্রিগোর ইচ্ছে লস ব্লাঙ্কোসদের হয়ে খেলার। সেই স্বপ্নের জোরেই রিয়ালে তিনি। অথচ জুভেন্টাস তার সঙ্গে আলোচনা করেছিল। পিএসজি তাকে অফার দিয়েছিল। বার্সেলোনাও টাকার অঙ্ক নিয়ে হাজির ছিল রদ্রিগোকে দলে নেওয়ার জন্য।

কিন্তু রাজি হননি রদ্রিগো। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের এই ফরোয়ার্ড তার স্বপ্নের কথা জানালেন ক্লাব সভাপতি হোসে কার্লোস পেরেজকে। জুনি কালাফাত (যিনি কিনা রদ্রিগোকে তিন বছর আগে থেকে জানেন্য) নামের এক এজেন্টের মাধ্যমে সেই কথা পৌঁছালো ফ্লোরিন্তো পেরেজের কানে। রিয়াল সভাপতি ফোনে সবুজ সংকেত দিলেন। ২০ মিনিটেই সব শেষ।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজির মতো ইউরোপ জায়ান্টদের টপকে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড রদ্রিগোকে নিয়ে নিলো রিয়াল।

রদ্রিগোর ক্লাব সান্তোসে ফুটবল সম্রাট পেলে, সক্রেটিস, নেইমারের মতো তারকারা বেড়ে উঠেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, মে ১১, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।