ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ জামালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
শেখ জামালের জয় শেখ জামাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়াম লিগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার (২০ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই জয় পায় শেখ জামাল।

এর আগে প্রথম পর্বে এই দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এছাড়া আগের ম্যাচেও সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে হেরেই মাঠ ছাড়ে শেখ জামাল।

ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। সলোমন কিংয়ের একটি শট ফিরে আসলে ফিরতি শটে বল জালে পাঠান গাম্বিয়ার ফরোয়ার্ড এবু কান্তে। ৩৭তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে ধানমন্ডির দলটি।

দ্বিতীয় গোলটি আসে সলোমন কিংয়ের পা থেকে। শাখাওয়াত হোসেন রনির ব্যাক পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কিং।

একাধিকবার গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি চট্টগ্রাম আবাহনী।  

২২ ম্যাচে সাত জয় ও ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট শেখ জামালের। ২১ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২৩।

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ ৬-৩ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।