ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ডোপিংয়ের দায়ে ৪ মাস নিষিদ্ধ ভারতীয় ওপেনার পৃথ্বী শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ডোপিংয়ের দায়ে ৪ মাস নিষিদ্ধ ভারতীয় ওপেনার পৃথ্বী শ পৃথ্বি শ: ছবি-সংগৃহীত

ডোপিংয়ের দায়ে ৪ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের টেস্ট ওপেনার পৃথ্বী শ। ১৫ নভেম্বর, ২০১৯ পযর্ন্ত তাকে নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 

বিসিসিআই জানিয়েছে, পৃথ্বী শ ‘অসাবধানবশত নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন’, সাধারনত যা কফ সিরাপে পাওয়া যায়।  

হিপ ইনজুরির কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দলে ডাক পাননি পৃথ্বী।

এবার নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টেস্টে দর্শক হয়ে থাকতে হবে ১৯ বছর বয়সী ব্যাটসম্যানকে। অক্টোবরে প্রোটিয়া এবং ১৪ নভেম্বর টাইগারদের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলবে ভারত।  

বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং প্রোগ্রামের অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি ইনদোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি টুর্নামেন্টে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ডোপ টেস্ট করা হয় পৃথ্বীর। সেখানেই ডোপ টেস্টে পজিটিভ হোন তিনি। তার মুত্রের নমুনাতে ‘টারবিউটালিন’ পাওয়া গেছে। যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সির (ডব্লিউএডিএ) তালিকায় নিষিদ্ধ।  

এর ফলে বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং নিয়মের (এডিআর) ২.১ ধারা ভঙ্গ করায় নিষিদ্ধ করা হয়েছে পৃথ্বীকে।  

অবশ্য অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন পৃথ্বী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি জানান, ‘আন্তরিকতার সঙ্গে আমি আমার ভাগ্যকে মেনে নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আমি এটা নিয়েছিলাম এবং আশা করি এই ঘটনা অন্যান্যদের সচেতন করবে। আমাদের মতো অ্যাথলেটদের ঔষধ নেওয়ার ক্ষেত্রে চূড়ান্তভাবে সচেতন হওয়া উচিৎ। ’ 

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।