ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজিকে সুপার কাপ জেতালেন এমবাপ্পে-ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
পিএসজিকে সুপার কাপ জেতালেন এমবাপ্পে-ডি মারিয়া ছবি:সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে রেনেকে ২-১ ব্যবধানে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুললো পিএসজি। এদিন ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির পর দুই তারকার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।

লিগ শিরোপা জয়ী ও ফরাসি কাপজয়ীর মধ্যে এই এক ম্যাচের টুর্নামেন্ট হয়ে থাকে। এ বছরের এপ্রিলে রেনের কাছে ফরাসি কাপে হেরেছিল পিএসজি।

চীনের শেনজেনে ১৩ মিনিটে রেনের অ্যাদ্রিয়েন হুনো গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে এমবাপ্পে ও ৭৩ মিনিটে ডি মারিয়া গোল করে টমাস টুখেলের শিষ্যদের জয় নিশ্চিত করেন।

ফরাসি সুপার কাপে এনিয়ে টানা সাতবার চ্যাম্পিয়ন হলো পিএসজি। আর মোট শিরোপা ঘরে তুলেছে নয়বার।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।