মাশরাফি রেকর্ডটি গড়েছিলেন ২০১৫ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভার করতে এসে ওপেনার সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান ম্যাশ।
এরপর জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে পরাজয়ের সামনে পরে যায় বাংলাদেশ। অষ্টম উইকেটে নেমে ম্যাশ ব্যাট হাতে ২ চার ও ১ ছ্ক্কায় ১২ বলে ১৫ রান করে টাইগারদের জয় এনে দেন।
এবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাশরাফির রেকর্ডটির পুনরাবৃত্তি করলেন ওয়াশিংটন সুন্দর। ক্যারিবিয়ানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট তুলে নেন সুন্দর। তার চেপে ধরা বোলিং তোপে ৯৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সুন্দর ১৮ রানে নেন ১ উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। অষ্টম উইকেটে ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে দলকে জয় এনে দেন সুন্দর। ৫ বলে ১ ছক্কায় ৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
ইউবি