ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয় পেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
জয় পেল রিয়াল মাদ্রিদ রিয়ালের জয়। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম গোলেই দলকে জেতালেন এইডেন হ্যাজার্ড। অস্ট্রিয়ার ক্লাব রেড বুল জাল্টসবুয়াকের বিপক্ষে আজারের একমাত্র গোলেই জয় পেয়েছে রিয়াল।

বুধবার অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় এক প্রীতি ম্যাচে এই জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথমার্ধেই জয় সূচক গোলটি করেন এইডেন হ্যাজার্ড।

পরে দুই দলই একাধিক সুযোগ ন্যস্ত করলেও আর গোল করতে পারেনি।  

জুনে চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়া এইডেন হ্যাজার্ড ম্যাচের ১৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন। করিম বেনজেমার থ্রু বল ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে জয় সূচক গোলটি করেন বেলজিয়াম ফরোয়ার্ড।

চলতি প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় জয় পেলেও এর আগে টটেনহামের বিপক্ষে হেরে মাঠ ছেড়েছে জিদানের শিষ্যরা।  
এর আগে গেলো সপ্তাহে আউডি কাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ফেনেরবাচকে ৫-৩ গোলে হারিয়েছিল মাদ্রিদের দলটি। তবে এর আগের চারটি প্রীতি ম্যাচের তিনটি হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।