বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে নিজের ব্যাট দিয়ে টাইগার বোলারদের ভালোভাবেই শাসন করেছেন রহমত শাহ। ইতিহাসের পাতায় নামও লিখিয়ে ফেলেছেন।
রহমত যখন ক্রিজে আসেন, তখন স্পিন আক্রমণে ক্রিজটাকে বিপদজনক বানিয়ে ফেলছিলেন তাইজুল-সাকিবরা। তবে তাতে বিভ্রান্ত না হয়ে ইতিবাচক ব্যাট করেন রহমত। সাকিব, মিরাজ, তাইজুল নাইমকে বেশ স্বাভাবিকভাবেই মোকাবেলা করেন। হতাশা বাড়ান টাইগার শিবিরে।
প্রথম দিনে বাংলাদেশ স্পিন নির্ভর দল সাজানোয় কিছুটা বিস্ময় প্রকাশ করে করলেন রহমত। যদিও বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে তার বেশ উঁচু ধারণা। তিনি বলেন ‘আসলে তাদেরকে মোটেও সাধারণ মানের স্পিনার বলা যাবে না। সাকিবকে নিয়ে তাদের স্পিন বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। ক্রিকেট বিশ্বের সেরা একজন স্পিনার সকিব, সেই সঙ্গে তাইজুল ও মেহেদী হাসানও ভালো স্পিনার। আমরা পেস খেলার প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলাম, কিন্তু তারা স্পিনার খেলিয়েছে। একদশে পেসার থাকলে আমাকে হয়তো ঝামেলায় পড়তে হতো। ’
তিন টেস্টের ছোট ক্যারিয়ারে এর মধ্যে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন রহমত শাহ। তবে টেস্ট ক্রিকেট খেলার অভ্যাস তার ছিল বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমরা অনেক সীমিত ওভারের ম্যাচ খেলেছি। কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপে অনেক চার দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। দু'বার টুর্নামেন্টের শিরোপা জিতেছি। কীভাবে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে হয় সেটা জানি। চার আর পাঁচ দিনের ম্যাচের মধ্যে খুব একটা তফাৎ নেই। ’
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আফগানদের দ্রুত অলআউট করাই লক্ষ্য এখন টাইগারদের সামনে। তবে পেসার না থাকায় কাজটা কতটা কঠিন হবে সেটাই দেখার।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএআর/এমএইচএম