ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বন্ধুত্ব চান না, তবে রোনালদোর সঙ্গে ডিনারে রাজি মেসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
বন্ধুত্ব চান না, তবে রোনালদোর সঙ্গে ডিনারে রাজি মেসি  রোনালদো ও মেসি: ছবি-সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর ধরে একজন আরেকজনের তুমুল প্রতিদ্বন্দ্বী। লিওনেল মেসির সাফল্যে ক্রিস্টিয়ানো রোনালদো যেমন কষ্ট পান তেমনি উল্টোটাও হয়। তবে সবকিছু ভুলে গিয়ে ভবিষ্যতের দিনগুলোর জন্য মেসির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন পর্তুগিজ উইঙ্গার।

গত মাসে মোনাকোতে উয়েফা বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন রোনালদো ও মেসি। সেখানে সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করেছিলেন, দীর্ঘ সময় ধরে প্রতিদ্বন্দ্বিতায় কাটালেও তাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেছে কিনা।

এর জবাবে রোনালদো সরাসরি বলেন, ‘আমরা ১৫ বছর ধরে একই মঞ্চ ভাগাভাগি করছি। আমি জানি না অাগে এমন কিছু হয়েছে কিনা। অবশ্যই, আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। যদিও আমরা কখনো এক সঙ্গে ডিনার করিনি, তবে ভবিষ্যতে এক সঙ্গে ডিনার করার ইচ্ছে আছে। ’

সিআর সেভেনের কথা শুনে সেদিন কেবল হেসেছিলেন মেসি। জবাবে কিছুই বলেননি। তবে এবার মুখ খুললেন। বার্সেলোনা ফরোয়ার্ড জানান, রোনালদোর সঙ্গে তিনি গভীর বন্ধুত্ব চান না তবে খুশি মনে ডিনারের আমন্ত্রণে যেতে রাজি।  

‘স্পোর্ত’ নামের এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমি সবসময় বলি যে, আমার সঙ্গে তার কোনো ঝামেলা নেই। আমরা বন্ধু হতে পারবো না কারণ আমরা কখনো এক সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করিনি। তবে আমি তাকে সবসময় অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে দেখতে চাই, তাতে আমার কোনো সমস্যা নেই। ’ 

‘এলএমটেন’ আরো বলেন, ‘সদ্য সমাপ্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার দু’জনে অনেকক্ষণ কথা বলেছি। আমি জানি না, আমাদের কখনো এক সঙ্গে ডিনারে যাওয়া হবে কিনা। কারণ আমি জানি না, আমরা সেই পথটা অতিক্রম করতে পারব কিনা। আমাদের প্রত্যেকের নিজস্ব জীবন এবং নিজস্ব অঙ্গীকার রয়েছে। তবে নিঃসন্দেহে আমি তার ডিনারের আমান্ত্রণ গ্রহণ করব। ’ 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।