ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাদ লোকেশ রাহুল, ভারতীয় দলে নতুন মুখ শুভমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
বাদ লোকেশ রাহুল, ভারতীয় দলে নতুন মুখ শুভমান ভারত টেস্ট দল: ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। 

০২ অক্টোবর থেকে ঘরের মাটিতে শুরু হতে এই সিরিজে জায়গা হারিয়েছেন লোকেশ রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট সিরিজে আশাতীত পারফর্ম্যান্স করতে না পারায় দলে ডাক পাননি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

তবে প্রথমবারের মতো ভারতীয় দলে জায়গা পেয়েছেন শুভমান গিল। ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কোয়াডে থাকলেও এবার দলে জায়গা পাননি পেসার ঊমেশ যাদব।  

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হবে বিশাখাপোত্তমে।

ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রীত ‍বুমরাহ, ইশান্ত শর্মা ও শুভমান গিল।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।