ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা-পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা-পিএসজির জয়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো তারা।

রবার্ট লেভানডফস্কি তার পুরানো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন। অন্য ম্যাচে গোল খেয়ে অ্যাস্টন ভিলার কাছে পিছিয়ে পড়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। তবে শেষ হাসি হেসেছে তারাই। ফরাসি চ্যাম্পিয়নরা বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে।

 শুরু থেকেই আক্রমণে ছিল বার্সা। প্রথম সাত মিনিটে তিনটি দারুণ সুযোগ তৈরি করে তারা। শেষ পর্যন্ত ২৫তম মিনিটে পাউ কুবার্সির শট থেকে বল পেয়ে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন রাফিনহা। চলতি আসরে বার্সেলোনা ফরোয়ার্ডের এটি ১২তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ইয়ামালের ক্রসে রাফিনহার হেড থেকে বল পেয়ে জালে পাঠিয়ে দেন লেভানডফস্কি।

৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল। ২০১৯ সালের পর প্রথমবার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এনিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ। পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১৫ সালে। সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের।

অন্য ম্যাচে  শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে পিএসজির একচ্ছত্র আধিপত্য ছিল। গোলপোস্টে একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এ কারণেই গোল পাচ্ছিল না পিএসজি। উল্টো ৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় ভিলা। ইউরি তিলেমানাসের আড়াআড়ি ক্রস থেকে বল জালে পাঠান মরগ্যান রজার্স।

পিএসজি দ্রুত ঘুরে দাঁড়ায়। দেসির দুয়ে, খভিচা  ও নুনো মেন্দেসের গোলে সদ্য লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া দল প্রত্যাশিত জয় পায়। আর সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচের জয়যাত্রা থেমে গেলো ভিলার। আগামী মঙ্গলবার ফিরতি লেগে বিশেষ কিছু করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।