ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফার বর্ষসেরা নারী ফুটবলার বিশ্বকাপজয়ী রাপিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ফিফার বর্ষসেরা নারী ফুটবলার বিশ্বকাপজয়ী রাপিনো ছবি:সংগৃহীত

ফিফ বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র ও রেইন এফসির তারকা মেগান রাপিনোর হাতে। সম্মানজনক এই পুরস্কার জিততে তিনি লিঁও’র লুসি ব্রোঞ্জ ও ওরলান্ডো প্রাইডের অ্যালেক্স মরগানকে হারান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়ার অনুষ্ঠানে পুরস্কারটি জয় করেন রাপিনো।

মার্কিনিদের হয়ে ২০১৯ নারী বিশ্বকাপ জেতার সুবাদেই মূলত ব্যক্তিগত এই পুরস্কার বাগিয়ে নেন রাপিনো।

এর আগে সেই টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেন তিনি। সর্বোচ্চ ৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট ও আসরের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বলও জেতেন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।